ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

গাজায় মানবিক সহায়তার অনুমতি দেওয়ার আহ্বান বাংলাদেশের

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৩
গাজায় মানবিক সহায়তার অনুমতি দেওয়ার আহ্বান বাংলাদেশের

ঢাকা: আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজায় মানবিক সহায়তার অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। রোববার (১৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় এই আহ্বান জানায়।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান সাক্ষাৎ করেন ।  
সাক্ষাতের পর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় করে উল্লেখ করে, বাংলাদেশ গাজায় নারী ও শিশুসহ ক্রমবর্ধমান বেসামরিক হতাহতের পাশাপাশি অসামঞ্জস্যপূর্ণ বলপ্রয়োগের তীব্র নিন্দা করে।

বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজায় মানবিক সহায়তার অনুমতি দেওয়ার আহ্বান জানায়। পাশাপাশি মানবিক বিপর্যয় এড়িয়ে এই অঞ্চলে একটি ন্যায্য, স্থায়ী সমাধান ও শান্তির জন্য জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলের (ইউএনএসসি) রেজল্যুশনের ভিত্তিতে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসনে দ্বি-রাষ্ট্রীয়  নীতি বাস্তবায়নের আহ্বান জানায়।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৩
টিআর/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।