ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে হাসপাতাল বর্জ্য-ব্যবস্থাপনা ঘরে আগুন, একঘণ্টা পর নিয়ন্ত্রণে  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৭, অক্টোবর ১৫, ২০২৩
টাঙ্গাইলে হাসপাতাল বর্জ্য-ব্যবস্থাপনা ঘরে আগুন, একঘণ্টা পর নিয়ন্ত্রণে  

টাঙ্গাইল: টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আধুনিক বর্জ্য-ব্যবস্থাপনা ঘরে আগুন লাগার এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণ আনে টাঙ্গাইল ফায়ার সার্ভিস।  

রোববার (১৫ অক্টোবর) সকাল ৯টার দিকে হাসপাতালের বর্জ্য-ব্যবস্থাপনা ঘরে এ অগ্নিকাণ্ড ঘটে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ইদ্রিস আলী বলেন, খবর পেয়ে দ্রুত গাড়ি নিয়ে হাসপাতালে পৌঁছে একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছি। এখনি ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎ শর্ট সার্কিটের থেকে আগুনের সূত্রপাত।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খন্দকার সাদিকুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা শুনার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে জানানো হয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার তদন্তে কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রির্পোট পেলে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।