ঢাকা, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

ফেনীতে কাভার্ডভ্যান চাপায় রিকশাচালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৬:৩০ পিএম, অক্টোবর ১৬, ২০২৩
ফেনীতে কাভার্ডভ্যান চাপায় রিকশাচালক নিহত

ফেনী: ফেনীর রামপুরে কাভার্ডভ্যান চাপায় শরিফ হাওলাদার (৪০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন।

সোমবার (১৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে ফেনী শহরের তাকিয়া রোড়স্থ সৈয়দ বাড়ি রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শরিফ হাওলাদার লক্ষীপুর জেলার সদর উপজেলার চর রমনী গ্রামের ছেওরা হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ফেনীর শাহিন একাডেমিতে একটি ভাড়া বাসায় থেকে রিকশা চালাতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সড়কের মেসার্স সিরামিক টাইলস এজেন্সির মালামাল নিয়ে কাভার্ডভ্যানটি সৈয়দ বাড়ি রাস্তার মাথা সংলগ্ন গুদামের সামনে পার্কিংয়ের জন্য ঘোরাচ্ছিলেন। এ সময় হঠাৎ গাড়িটি রাস্তায় চলাচলরত একটি ব্যাটারিচালিত রিকশা চাপা দেয়। এতে রিকশাটি দুমড়েমুচড়ে যায়। তাৎক্ষণিক আশপাশের লোকজন এগিয়ে এলে রক্তাক্ত অবস্থায় রিকশাচালক শরিফকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, রিকশাচালকের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কাভার্ডভ্যানচালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৩
এসএইচডি/জেএইচ

বাংলাদেশ সময়: ৬:৩০ পিএম, অক্টোবর ১৬, ২০২৩ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।