সাভার (ঢাকা): মাইক্রোবাসে ‘জরুরি সংবাদপত্র’স্টিকার লাগিয়ে মাদক ফেনসিডিল পাচার করছিলেন দুই যুবক। তবে শেষ রক্ষা হয়নি।
সাভারের আমিনবাজারে চেকপোস্টে পুলিশের তল্লাশি কার্যক্রম পরিচালনা করার সময় ৬৪ বোতল ফেনসিডিলসহ ধরা পড়েন তারা।
আটকরা হলেন- নাটোর জেলার লালপুর থানাধীন পুরাতন ঈশ্বরদি গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে মো. হিলাল উদ্দিন (৩৫) ও মুন্সিগঞ্জের লৌহজং থানাধীন মৃত আলম তালুকদারের ছেলে আবুল খায়ের (৫২)।
রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপির দুই দলের সমাবেশকে কেন্দ্র করে ঢাকার প্রবেশদ্বার আমিনবাজারে বুধবার (১৮ অক্টোবর) সকাল থেকে কঠোর তল্লাশি চালাচ্ছে ঢাকা জেলা পুলিশ।
এ কার্যক্রম পরিচালনায় ঢাকা- আরিচা মহাসড়কের আমিনবাজারের ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনে রাজধানীমুখী লেনে চেকপোস্ট বসানো হয়েছে।
সেখানেই পুলিশ সদস্যদের তল্লাশির মুখে পড়ে ‘সংবাদপত্র’লেখা মাইক্রোবাসটি।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, নিয়মিত চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে আমাদের এই চেকপোস্ট ও তল্লাশি চলার সময় সন্দেহ হলে ‘সংবাদপত্র’ পরিবহনের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস চেকপোস্টে থামানো হয়। পরে গাড়ি তল্লাশি করে ৬৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে, পাশাপাশি দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
এসএফ/এসএএইচ