ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

শেখ রাসেলের জন্মদিনে ডিএনসিসির শ্রদ্ধা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
শেখ রাসেলের জন্মদিনে ডিএনসিসির শ্রদ্ধা 

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।  

বুধবার (১৮ অক্টোবর) রাজধানীর গুলশান -২ নগরভবনে অস্থায়ীভাবে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।

 

শ্রদ্ধা নিবেদন শেষে এক আলোচনায় অংশ নিয়ে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, শেখ রাসেল আজ বেঁচে থাকলে তাঁর বয়স হতো ৬০ বছর। তার জ্ঞান, মেধা, প্রজ্ঞা নেতৃত্ব আমাদের কাজে লাগতো, দেশের কাজে লাগতো। শেখ রাসেলকে শিশু বিবেচনা করে নয়, বঙ্গবন্ধুর রক্ত চিন্তা করে ঘাতকরা তাকে নির্মমভাবে হত্যা করেছে।  

১৫ আগস্টের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে অবিলম্বে রায় বাস্তবায়নের জোর দাবি জানান মেয়র আতিক।  

এ সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা,সচিব মাসুদ আলম সিদ্দিকসহ সকল বিভাগীয় প্রধানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
এমএমআই/এসআইএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।