ঢাকা: রাজধানীতে মিরপুর পল্লবীতে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন কাপড় ব্যবসায়ী নাসির হোসেন (৩৫)। এ সময়ে ওই ব্যবসায়ীর কাঁধে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় সন্ত্রাসীরা।
বুধবার (১৮ অক্টোবর) ভোরে একটি বেসরকারি টেলিভিশনের পাশে কেন্দ্রীয় জামে মসজিদের গলিতে হামলার শিকার হন তিনি।
ভুক্তভোগী নাসির মিরপুর-১১ চার নম্বর রোডের বাসিন্দা। মিরপুর ৭ নম্বর সেকশনে কাপড়ের ব্যবসা রয়েছে তারা।
চাঁদা না দেওয়ায় বিল্লাল, মারুফ নামে স্থানীয় সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীর ভাই শামীম হোসেনের।
তিনি বলেন, ভোরে বাসা থেকে বের হয়ে কাপড় কেনার জন্য সদরঘাটে যাচ্ছিলেন নাসির। কেন্দ্রীয় মসজিদের সামনে পৌঁছালে বিল্লাল, মারুফসহ ৪ থেকে ৫ জন পেছন থেকে তার কাঁধে থাকা ব্যাগ ধরে টান দেয়। এরপর লোহার পাইপ দিয়ে ডান পায়ে আঘাত করে এবং ধারালো অস্ত্র দিয়ে বাম গালে ও পেটে আঘাত করে। পরে ব্যাগ নিয়ে চলে যায়। ব্যাগের মধ্যে টাকা ও দুটি মোবাইলফোন ছিল। পরে সংবাদ পেয়ে নাসিরকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়।
শামীম আরও জানান, নাসিরের ব্যবসার পরিস্থিতি ভালোই চলছে ইদানীং। এ কারণে কয়েকদিন আগে নাসিরের কাছে চাঁদা দাবি করে তারা। চাঁদা না দেওয়ার কারণে আজকে হত্যার উদ্দেশ্যে নাসিরের ওপর হামলা করে সন্ত্রাসীরা। ঘটনাস্থল থেকে আমরা সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছি। এবং পল্লবী থানায় অভিযোগ দিয়েছি।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান মিয়া জানান, এখন পর্যন্ত এ রকম কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
তবে আহত নাসিরকে হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া।
বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
এজেডএস/এসএএইচ