ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

অবাধ-সুষ্ঠু নির্বাচনের ওপর জোর দিয়েছেন আফরিন আখতার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
অবাধ-সুষ্ঠু নির্বাচনের ওপর জোর দিয়েছেন আফরিন আখতার আফরিন আখতার

ঢাকা: অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্বের ওপর জোর দিয়েছেন মা‌র্কিন যুক্তরা‌ষ্ট্রের ডেপুটি অ্যাসিসট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার।  

বুধবার (১৮ অক্টোবর) ঢাকার মার্কিন দূতাবাসের এক মিডিয়া নোটে এ তথ্য জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়, আফরিন আখতার  ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের সদস্য, রোহিঙ্গা শরণার্থী এবং মানবিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে ১৬ ও ১৭ অক্টোবর ঢাকা ও কক্সবাজার সফর করেন।

আফরিন আখতার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, বাংলাদেশ সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ফলপ্রসূ বৈঠক করেন। তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্বের ওপর জোর দেন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নসহ পারস্পরিক স্বার্থের অন্যান্য ক্ষেত্র নিয়ে আলোচনা করেন।

প্রতিনিধি দল কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী, বাংলাদেশের সরকারি কর্মকর্তা এবং মানবিক সংস্থার সঙ্গে বৈঠক করেন।  

এছাড়া প্রতিনিধি দল শরণার্থীদের অবস্থা সম্পর্কে  অবহিত হয়। মনোনিবেশ করেছিল। আফরিন আখতার সুশীল সমাজের সদস্য এবং এনজিও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা,  অক্টোবর ১৮, ২০২৩
টিআর/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।