ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

সিঙ্গাপুরে রাষ্ট্রপতির সফল অস্ত্রোপচার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৩
সিঙ্গাপুরে রাষ্ট্রপতির সফল অস্ত্রোপচার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনে

ঢাকা: সিঙ্গাপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বাই পাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে এবং তার জ্ঞান ফিরেছে।

বৃহস্পতিবার (অক্টোবর ১৯) সকালে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের বিশিষ্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডাক্তার কফিদিস থিওডোরোসের (Prof. Kofidis Theodoros) তত্ত্বাবধানে  রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বাই পাস সার্জারি করা হয়।

বর্তমানে তিনি ইনটেনসিভ কেয়ার ইউনিটে ডাক্তারের নিবিড় পরিচর্যায় আছেন। রাষ্ট্রপতির শারীরিক অবস্থার ক্রমেই উন্নতি হচ্ছে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার আশু আরোগ্য কামনায় দেশবাসীসহ সকলের দোয়া চেয়েছেন।

এর আগে চিকিৎসা নিতে সোমবার সকালে বাংলাদেশ এয়ার লাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন রাষ্ট্রপতি।  

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৩ 
এমইউএম/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।