ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাটিরাঙ্গায় চোলাই মদসহ মাদক কারবারি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৩
মাটিরাঙ্গায় চোলাই মদসহ মাদক কারবারি আটক

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে ১১৫২ লিটার চোলাই মদসহ আইয়ুব আলী (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। এসময় ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়েছে।

শনিবার (২১ অক্টোবর) রাত ১১টার দিকে মাটিরাঙ্গার পৌর পুলিশ বক্সের সামনে থেকে তাকে আটক করা হয়।  

আইয়ুব আলী কক্সবাজারের থানা বাসিন্দা। তিনি খাগড়াছড়ির দীঘিনালায় ভাড়া বাসায় থাকেন।

জানা গেছে, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গার পৌর শহরের পুলিশ বক্সের সামনে অভিযান চালিয়ে আইয়ুব আলীকে গ্রেপ্তার করা হয়। এসময় নাম্বার বিহীন একটি পিকআপ থেকে ১১৫২ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৩
এডি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।