ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ওয়ান শুটারগানসহ অস্ত্র কারবারি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৩
ওয়ান শুটারগানসহ অস্ত্র কারবারি আটক

ঢাকা: ওয়ান শুটারগান ও গুলিসহ ইমরান হোসাইনকে (৩২) নামে এক অবৈধ অস্ত্র কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)।

রোববার (২২ অক্টোবর) বিকেলে র‍্যাব-১০ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মো. ফরিদ উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার র‍্যাব-১০ এর একটি দল রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন দর্পনারায়নপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে এক অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়।  

এসময় তার কাছ থেকে ১টি স্থানীয় ভাবে তৈরি ওয়ান শুটারগান ও ১টি শর্টগানের কার্তুজ জব্দ করা হয়।  

জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আসামি একজন অবৈধ অস্ত্র কারবারি। সে বেশ কিছুদিন যাবৎ রাজবাড়ীসহ আশেপাশের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসা, অবৈধ ভূমি দখলসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ এবং অসৎ উদ্দেশ্যে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের কাছে অস্ত্র বিক্রি করে আসছিল।  

আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব এর এই কর্মকর্তা।

 

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৩

এমএমআই/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।