ঢাকা: জাতীয় সংসদে চলতি অধিবেশনে একদিন নির্ধারণ করে ১৪৭ বিধিতে ফিলিস্তিন নিয়ে সাধারণ আলোচনা করা হবে বলে জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
সোমবার (২৩ অক্টোবর) জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার এ কথা জানান।
এদিন সন্ধ্যায় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেওয়ার জন্য স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজভান্ডারী।
এ সময় স্পিকার জানতে চান, আপনি কী বিষয়ের ওপর তিনি বক্তব্য দিতে চান। তখন মাইজভান্ডারী জানান, তিনি ফিলিস্তিন নিয়ে বক্তব্য দেবেন। এরপর স্পিকার বলেন, আজ এ বিষয়ে বলার প্রয়োজন নেই। কারণ সংসদের চলতি অধিবেশনে একদিন নির্ধারণ করা হবে, যেদিন ফিলিস্তিন বিষয়ে আলোচনা করা হবে।
বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৩
এসকে/এএটি