ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভৈরবে ট্রেন দুর্ঘটনা: স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠছে হাসপাতাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৩
ভৈরবে ট্রেন দুর্ঘটনা: স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠছে হাসপাতাল

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ট্রেন দুর্ঘটনায় নিহতদের মরদেহ আনা হয়েছে। সেখানে সারিবদ্ধভাবে রাখা মরদেহগুলো দেখে নিহতের স্বজনরা কান্নায় ভেঙে পড়ছেন।

তাদের বুক ভরা আর্তনাদে হাসপাতাল ভারী হয়ে উঠেছে। এসব লাশের মধ্যে কারো বাবা, কারো মা, ভাই-বোন ও আত্মীয় স্বজন রয়েছে। এর মধ্য অনেকের মরদেহ চেনার মতো অবস্থা নেই। শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন হয়ে গেছে।

নিহতের স্বজনরা জানান, এই ভয়াবহ দুর্ঘটনা একেকটি পরিবারকে তছনছ করে দিয়েছে। সান্ত্বনা দেওয়ার মতো ভাষা নেই। এই মৃত্যুতে সবাই শোকের কাতর।  

ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ বলেন, নিহত সবগুলো মরদেহ একস্থানে রাখা হয়েছে। আমাদের মেডিকেল টিম আহতদের চিকিৎসা দিচ্ছে। এর মধ্যে গুরুতর আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে পাঠানো হচ্ছে।

এদিকে নিহত ও আহতদের খোঁজ খবর নিতে হাসপাতালে এসেছেন জেলা প্রশাসক মো. আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মো. রাসেল শেখ।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৩
মেহেদী নূর/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।