ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৩
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর উপজেলার হারিদাসপুর ব্রিজের ওপর শ্যালো ইঞ্জিনচালিত নসিমনের এক্সেল ভেঙে হাবিবুর ফকির (২৭) নামে এক পাট ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালক আলম মুন্সি (৩৫)।

মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবুর জেলার কাশিয়ানী উপজেলার ফলসি গ্রামের ওমর আলী ফকিরের ছেলে।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম ঘটনার জানান, পাট ব্যবসায়ী হাবিবুর গোপালগঞ্জ সদরের বিভিন্ন স্থান থেকে পাট কিনে একটি নসিমনে করে কাশিয়ানী সদরে যাচ্ছিলেন। পথে ওই ব্রিজের ওপর নসিমনের এক্সেল ভেঙে দুর্ঘটনা ঘটে। এতে দুইজনই গুরুতর আহত হন। আহতদের গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হাবিবুরকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।