ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

মিরপুর দারুসসালামে বাসের ধাক্কায় বাইকার নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৩
মিরপুর দারুসসালামে বাসের ধাক্কায় বাইকার নিহত

ঢাকা: রাজধানীর মিরপুর দারুসসালাম টাওয়ারের সামনে বাসের ধাক্কায় বিপ্লব (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় বিল্লাল (৩১) নামে মোটরসাইকেল চালক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) মিরপুর দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল বাশার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল ১১টার দিকে মোটরসাইকেল চালক বিল্লাল যাত্রী নিয়ে শ্যামলীর দিকে যাচ্ছিলেন। দারুসসালাম টাওয়ার এলাকা পার হওয়ার সময় এস বি পরিবহণের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই বিপ্লবের মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত বিল্লালকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ বাসটি জব্দ করলেও চালক পালিয়ে যান। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৩
এজেডএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।