ঢাকা, মঙ্গলবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০২ জুলাই ২০২৪, ২৪ জিলহজ ১৪৪৫

জাতীয়

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৩
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

নড়াইল: নড়াইলের লোহাগড়ায় ১৪ বছরের বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় মিটু শেখ (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে লোহাগড়া উপজেলায় মল্লিকপুর ইউনিয়নে এ ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে।

গ্রেপ্তার মিটু শেখ মল্লিকপুর ইউনিয়নের দোয়া মল্লিকপুর গ্রামের মৃত শাহজাহান শেখের ছেলে। পেশায় তিনি একজন মুদি দোকানি।

ভুক্তভোগী কিশোরীর পরিবার ও পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে ওই কিশোরী প্রতিবেশীর বাড়িতে পানি আনতে গেলে অভিযুক্ত মিটু তাকে পানির কলস নিয়ে দেওয়ার কথা বলে হাত ধরে টেনে বাড়ির পাশে পরিত্যক্ত স্থানে নিয়ে যায়। পরে সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে। কোনোমতে ছাড়া পেয়ে বাড়িতে এসে কিশোরী তার বড় ভাইয়ের স্ত্রীকে ঘটনাটি জানায়। পরে পরিবারের লোকজন তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন শুক্রবার (২৭ অক্টোবর) সকালে বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি আরও বলেন, বৃহস্পতিবার রাতে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করা হয়। ওই রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।