ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাষ্ট্রপতির রোগমুক্তি কামনায় ঈশ্বরদীতে দোয়া মাহফিল

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৩
রাষ্ট্রপতির রোগমুক্তি কামনায় ঈশ্বরদীতে দোয়া মাহফিল

পাবনা (ঈশ্বরদী): রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের রোগ মুক্তি কামনা করে পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ অক্টোবর) বাদ আসর উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর গ্রামের নলগাড়িতে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের আয়োজন এ মাহফিল অনুষ্ঠিত হয়।

 

রূপপুর গ্রামে নিজ বাড়ির আঙিনায় দোয়া মাহফিলের আয়োজন করেন পাবনা-৪ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, উত্তরবঙ্গের শ্রমিকলীগ নেতা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশীদুল্লাহ্।

দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের বাঁশেরবাদা আওতাপাড়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আব্দুল করিম। মোনাজাতে রাষ্ট্রপতির দ্রুত রোগমুক্তি কামনা করা হয়।

এ সময় দোয়া মাহফিলে অংশ নেন পাকশী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বুদু, মোস্তাফিজুর রহমান রঞ্জু,  খালেকুজ্জামান টোকন, পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা হাবিবুল ইসলাম হবিবুল, সহ-সভাপতি আ. কাদের,  সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু মণ্ডল, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবুসহ শ্রমিকলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতারাসহ স্থানীয়রা।  

গত ২৫ অক্টোবর সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ওপেন হার্ট সার্জারি করা হয়। এর আগে সকালে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি হন রাষ্ট্রপতি। পরে বিশিষ্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডাক্তার কফিদিস থিওডোরোসের তত্ত্বাবধানে রাষ্ট্রপ্রধানের অস্ত্রোপচার সম্পন্ন হয়।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।