ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাস নেই, হরতালে অটোরিকশার দখলে সাভার মহাসড়ক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
বাস নেই, হরতালে অটোরিকশার দখলে সাভার মহাসড়ক

সাভার (ঢাকা): বিএনপি-জামায়াতের ডাকা হরতালের প্রভাব কিছুটা পড়েছে সাভার, আশুলিয়ার ও ধামরাইয়ের সড়ক মহাসড়কগুলোতে।  

স্বাভাবিকের চেয়ে তুলনামূলক কম সংখ্যক যানবাহন চলছে এসব সড়কে।

জরুরি পরিবহন ছাড়া দূরপাল্লার পরিবহন দেখা যায়নি। এছাড়া গণপরিবহনও হাতেগোনা একটি দুটি চলতে দেখা গেলেও অটোরিকশার দখলে রয়েছে মহাসড়ক।  

রোববার (২৯ অক্টোবর) সকাল থেকে সাভারের ঢাকা-আরিচা, নবীনগর-চন্দ্রা মহাসড়ক ও টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে গণপরিবহনসহ যানবাহন খুব কম দেখা গেছে।  

সড়কে জরুরি পরিবহন ছাড়া দূরপাল্লার পরিবহন দেখা যায়নি। এছাড়া গণপরিবহনও হাতেগোনা একটি দুটি চলতে দেখা গেলেও অটোরিকশার দখলে রয়েছে মহাসড়ক। তবে এখনো সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে কোনো অপ্রীতিকর ঘটনা খবর পাওয়া যায়নি।  

এদিকে সড়কের বিভিন্ন পয়েন্ট অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে। এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হাসান বলেন, রাস্তায় তুলনামূলক গাড়ি কম। তবে সব কিছু স্বাভাবিক রয়েছে। আর এখন পর্যন্ত আমার সড়ক এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পায়নি।

বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩ 
এসএফ/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।