ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরতে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং করবে সরকার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৩
রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরতে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং করবে সরকার

ঢাকা: দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ঢাকার বিদেশি কূটনীতিকদের  ব্রিফিং করবে সরকার।

সোমবার (৩০ অক্টোবর) বিকেলে ঢাকায় বিদেশি কূটনৈতিক মিশন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের জন্য ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত এই ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বিদেশি কূটনীতিকদের চলমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরবেন। এ সময় ব্রিফিংয়ে মন্ত্রিসভার একাধিক সদস্য উপস্থিত থাকবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশি কূটনীতিক, জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের কাছে ব্রিফিংয়ের জন্য ইতোমধ্যে আমন্ত্রণপত্র পাঠিয়েছে।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে পুলিশ হত্যা,  সাংবাদিকদের ওপর হামলা, বিচারপতির বাসভবনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ব্রিফিংয়ে সরকারের পক্ষে এসব বিষয় তুলে ধরা হবে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৩
টিআর/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।