ঢাকা: বিএনপির ডাকা টানা তিন দিনের অবরোধের প্রথম দিনে রাজধানীতে মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) অন্যান্য দিনের মতোই মেট্রোরেল সকাল ৮টা থেকে চলাচল শুরু করে।
মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, হরতাল-অবরোধের দিনেও মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে।
মিরপুর-১০ নম্বর মেট্রোরেল স্টেশনে দায়িত্বরত এমআরটি পুলিশের এএসআই আনিছুর রহমান বাংলানিউজকে বলেন, তিনটি স্টেশন মিলে একজন ওসি দায়িত্বে আছেন। আমরা অন্য দিনের মতোই আজকে ডিউটি করছি। হরতাল ও অবরোধে এমআরটি পুলিশের পক্ষ থেকে কিছু সংখ্যক পুলিশ বাড়ানো হয়েছে।
এর আগে ২৯ অক্টোবরের হরতালেও পুরোদমে চলেছে মেট্রোরেল। সেদিন অফিসগামী যাত্রীদের ভিড় ছিল এ পরিবহনে।
‘ঢাকায় ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশি, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে এবং এক দফা দাবি আদায়ের লক্ষ্যে’ ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী অবরোধ কর্মসূচি ডেকেছে বিএনপি। তাদের পাশাপাশি জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, এবি পার্টিসহ কয়েকটি দল-জোটও এ অবরোধ কর্মসূচি ঘোষণা বা সমর্থন দেয়।
বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
এমএমআই/এনবি/এইচএ/