ঢাকা, শুক্রবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

অবরোধের প্রথম দিনে রাজধানীর চিত্র

শাকিল আহমেদ, স্টাফ ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
অবরোধের প্রথম দিনে রাজধানীর চিত্র

ঢাকা: সরকার পতনের একদফা দাবিতে বিএনপি ও জামাতের ডাক আসে তিন দিনের অবরোধের। এর প্রথম দিনের রাজধানীর চিত্র তুলে ধরেছেন বাংলানিউজটোয়েন্টিফোর.কমের ফটো করেসপন্ডেন্ট শাকিল আহমেদ।

ছবিতে অবরোধের চিত্র:

বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগ ও দলীয় অঙ্গ সংগঠনগুলোর অবস্থান কর্মসূচি।

অবরোধে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর বিভিন্ন সড়কে বিজিবির টহল।

রাজধানীর যাত্রাবাড়ীতে হরতাল অবরোধ বিরোধী লাঠি মিছিল করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অনেকটাই যানবাহন শূন্য।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় পুলিশের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

ঢাকা নারায়ণগঞ্জ সড়কে লোকাল পরিবহনের গাড়ি না থাকায় মানুষ সিএনজি অটোরিকশা দিয়ে যাতায়াত করছেন।

অবরোধের মধ্যে ঝুঁকি নিয়ে রাজধানীতে চলছে বিভিন্ন রুটের বাস।

বিএনপির প্রধান কার্যালয়ের সামনে পুলিশের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

রাজধানীর ব্যস্ততম রামপুরা-কুড়িল বিশ্বরোড সড়কে তুলনামূলকভাবে যানবাহন কম।

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।