ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পুলিশের অতিরিক্ত ডিআইজি সমমর্যাদার ৮ কর্মকর্তাকে বদলি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
পুলিশের অতিরিক্ত ডিআইজি সমমর্যাদার ৮ কর্মকর্তাকে বদলি

ঢাকা: বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি সমমর্যাদার আট কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখের সই করা এক আদেশে তাদের বদলি করা হয়।

আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ অধিদপ্তর, ঢাকার (টিআর পদে) অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মো. গিয়াস উদ্দিন আহমদকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক এবং ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মো. সাজ্জাদুর রহমানকে ঢাকা রেঞ্জের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক করা হয়েছে। ঢাকার বিশেষ শাখার অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে ঢাকা রেঞ্জের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলির আদেশ বাতিল হয়েছে।

রাজশাহী মহানগরী পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় বসাককে  রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মো. রশীদুল হাসানকে  রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনার এম এ মাসুদকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মাসুদ আহাম্মদকে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সাজিদ হোসেনকে খাগড়াছড়ির মহালছড়িতে ৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নে অধিনায়ক (অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক) হিসেবে বদলি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
এসজেএ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।