ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পরীক্ষামূলক চালু হলো ‘মেসেজ টু কমিশনার’ সেবা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৩
পরীক্ষামূলক চালু হলো ‘মেসেজ টু কমিশনার’ সেবা

ঢাকা: নগরবাসীর অভিযোগ সরাসরি পুলিশ কমিশনারকে জানাতে ‘মেসেজ টু কমিশনার’ প্রক্রিয়া পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।

বুধবার (১ নভেম্বর) দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্য নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান এ তথ্য জানান।



তিনি বলেন, নগরবাসীর নানা দুর্ভোগ শুনতে সরাসরি পুলিশ কমিশনারকে জানাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।  দুই মোবাইল নম্বরে 01320202020 ও 01320101010 ভয়েস মেসেজ বার্তা ও হোয়াটসঅ্যাপে নগরবাসী তাদের অভিযোগ জানাতে পারবেন। এটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।

শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে নগরবাসীকে এ বিষয়ে জানিয়ে দেওয়া হবে বলেও জানান ডিএমপি কমিশনার।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২৩
পিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।