ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গৌরনদীতে সাত ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৩
গৌরনদীতে সাত ব্যবসায়ীকে জরিমানা

বরিশাল: মহাসড়কের পাশে নির্মাণ সামগ্রী রাখার দায়ে বরিশালের গৌরনদী উপজেলায় ছয় ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান চালিয়ে একটি করাতকলের লাইসেন্স হালনাগাদ না থাকায় এক ব্যবসায়ীকে পাঁচশ টাকা জরিমানা করা হয়।

বুধবার (২ নভেম্বর) সন্ধ্যায় গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু আবদুল্লাহ খান এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন কর্মকর্তা আবু সুফিয়ান সাকিব, ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন ও গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৩
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।