ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

শর্ত পূরণে ব্যর্থ ট্যানারি প্রতিষ্ঠানের ছাড়পত্র বাতিলের সুপারিশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৩
শর্ত পূরণে ব্যর্থ ট্যানারি প্রতিষ্ঠানের ছাড়পত্র বাতিলের সুপারিশ

ঢাকা: ট্যানারি শিল্পের যেসব প্রতিষ্ঠান শর্ত পূরণে ব্যর্থ হয়েছে, সেসব প্রতিষ্ঠানের ছাড়পত্র বাতিলের সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার (২ নভেম্বর) একাদশ জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মো. শাহাব উদ্দিন, নাজিম উদ্দিন আহমেদ ও খোদেজা নাসরিন আক্তার হোসেন বৈঠকে অংশ নেন।

ন্যাশনাল হারবেরিয়ামের কার্যক্রম, সীসার দূষণ, বায়ুদূষণের জন্য জরিমানা হালনাগাদকরণ, বনভূমি উদ্ধারের সর্বশেষ অবস্থা, কপ সম্মেলনের প্রস্তুতি ও জলবায়ু পরিবর্তন ট্রাস্টের চলমান প্রকল্পের বাস্তবায়ন অবস্থা সম্পর্কে বৈঠকে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

২০১৮ সালে ট্যানারি শিল্পের যেসব প্রতিষ্ঠানকে শর্ত সাপেক্ষে অবস্থানগত ছাড়পত্র দেওয়া হয়েছিল, কিন্তু তারা শর্ত পূরণ না করায় অবস্থানগত ছাড়পত্র বাতিল করার জন্য কমিটির মাধ্যমে বৈঠকে সুপারিশ করা হয়।

বৈঠকে এনফোর্সমেন্ট কার্যক্রম বা মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনায় অংশগ্রহণকারী ব্যক্তিকে প্রণোদনা দেওয়ার জন্য যথাযথ ব্যবস্থা দেওয়ার জন্য কমিটির মাধ্যমে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

বৈঠকে সীসার দূষণ রোধে প্রচার প্রচারণা বাড়ানোসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যৌথ কাজের জন্য কমিটি সুপারিশ করে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান, প্রধান বন সংরক্ষক, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের পরিচালকসহ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৩
এসকে/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।