ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অবরোধের তৃতীয় দিন কেমন ছিল রাজধানী

শাকিল আহমেদ, স্টাফ ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৩
অবরোধের তৃতীয় দিন কেমন ছিল রাজধানী

ঢাকা: নির্দলীয় সরকারের দাবিতে বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি শেষ হলো আজ। আগামী রোববার (৫ নভেম্বর) ভোর ৬টা থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা দিয়েছে দলগুলো।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অনলাইন সংবাদ সম্মেলনে নতুন করে এই অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছেন।

এদিকে আজ বৃহস্পতিবার (০২ নভেম্বর) অবরোধের তৃতীয় দিন কেমন ছিল রাজধানী তার কিছু চিত্র তুলে ধরেছেন বাংলানিউজটোয়েন্টিফোর.কমের ফটো করেসপন্ডেন্ট শাকিল আহমেদ।

সকাল থেকেই রাজধানীতে বাস চলাচল ছিল স্বাভাবিক।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দূরপাল্লার কোনো বাস চলাচল করেনি।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় পুলিশের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির বাড়তি নিরাপত্তা টহল।

রাজধানীর গুলিস্তান এলাকায় বাস চলাচল স্বাভাবিক ছিল।

অবরোধে সদরঘাট লঞ্চ টার্মিনালে তুলনামূলকভাবে যাত্রী কম দেখা গেছে।

অবরোধে যান চলাচল কম থাকায় অনেকে ট্রেনে করে যাচ্ছেন ঢাকার বাইরে।

অবরোধে যাত্রী কম থাকায় হতাশায় পড়েছেন পাঠাও চালকরা।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সব অঙ্গ সংগঠনের শক্ত অবস্থান।

অবরোধে রাজধানীর যাত্রাবাড়ীতে জনগণের জানমান রক্ষায় র‍্যাবের বিশেষ মহড়া।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।