ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে পরিযায়ী পাখি শিকারের অপরাধে একজনকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৩
বরিশালে পরিযায়ী পাখি শিকারের অপরাধে একজনকে জরিমানা

বরিশাল: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পরিযায়ী পাখি শিকার ও বিক্রির অপরাধে জহর লাল মণ্ডল নামে একজনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২ নভেম্বর) ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাখাওয়াত হোসেন এ জরিমানা করেন।

অর্থদণ্ডপ্রাপ্ত জহর লাল উপজেলার বাকাল গ্রামের বাসিন্দা।

আগৈলঝাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে বাকাল গ্রামে জহর লালের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে বালিহাঁসসহ তিনটি অতিথি পাখি উদ্ধার করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের কাছে তিনি স্বীকার করেছেন, বিভিন্ন সময় পরিযায়ী পাখি শিকার করে বিক্রি করেন। গত বছরও তিনি এটি করেছেন।

জরিমানার টাকা পরিশোধ ও ভবিষ্যতে পরিযায়ী পাখি বিক্রি না করার মুচলেকা দেওয়ায় তাকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানান সাইদুর রহমান।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২৩
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।