ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩২, নভেম্বর ৫, ২০২৩
শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু!

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে পানিতে ডুবে আবদুল্লাহ নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৫ নভেম্বর) সকালে উপজেলার পাতাখালীতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল্লাহ পাতাখালী গ্রামের মো. নূর আলম সরদারের ছেলে।  

স্থানীয় মো. সালাউদ্দিন জানান, সকাল ১০টার দিকে বাড়ির পাশে খেলার সময় অসাবধানতাবশত পুকুরে পড়ে যায় আব্দুল্লাহ। পরে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খুঁজতে শুরু করার এক পর্যায়ে পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। কিন্তু পাশে কোনো হাসপাতাল না থাকায় চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি। এক পর্যায়ে স্থানীয় গ্রাম ডাক্তার আকরাম হোসেনকে আনা হয়। তিনি প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

পদ্মপুকুর ইউপি সদস্য জাহানারা খানম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।