ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

১৫ দিনে ঢাকায় গ্রেপ্তার ২৩৫৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৩
১৫ দিনে ঢাকায় গ্রেপ্তার ২৩৫৫

ঢাকা: গত ২৮ অক্টোবরের সহিংসতা এবং এদিন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির অভিযোগে গত ১৫ দিনে রাজধানীতে ২ হাজার ৩৫৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সর্বশেষ শনিবার (৪ নভেম্বর) রাজধানীর বিভিন্ন স্থান থেকে ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২১ অক্টোবর ৩১ জন, ২২ অক্টোবর ৪২ জন, ২৩ অক্টোবর ৪২ জন, ২৪ অক্টোবর ৮৫ জন, ২৫ অক্টোবর ১১১ জন, ২৬ অক্টোবর ২০২ জন, ২৭ অক্টোবর ৩৪০ জন, ২৮ অক্টোবর ৬৯৬ জন, ২৯ অক্টোবর ২৫৬ জন, ৩০ অক্টোবর ১৫৮ জন, ৩১ অক্টোবর ১৪১, ১ নভেম্বর ৯৬ জন, ২ নভেম্বর ৬০ জন, ৩ নভেম্বর ৫৮ জন ও সর্বশেষ ৪ নভেম্বর ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

২৮ অক্টোবরের ঘটনায় এ পর্যন্ত ডিএমপির রমনা বিভাগের বিভিন্ন থানায় আটটি, লালবাগে পাঁচটি, মতিঝিলে ৩০টি, ওয়ারীতে ১২টি, তেজগাঁওয়ে পাঁচটি, মিরপুরে ১৬টি, গুলশানে ১০টি ও উত্তরায় তিনটিসহ সর্বমোট ৮৯ টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়ে ডিএমপি।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৩
পিএম/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ