ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তারে ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৩
বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তারে ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ

ঢাকা: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বাংলাদেশে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি একই সঙ্গে অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য শান্তিপূর্ণ উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন।

রোববার (৫ নভেম্বর) সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে এ আহ্বান জানান।

জোসেফ বোরেল লিখেছেন, বাংলাদেশে আট হাজারের বেশি বিরোধী দলের নেতাকর্মীকে গ্রেপ্তার করায় উদ্বিগ্ন। সব ক্ষেত্রেই ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। আমরা সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকতে উৎসাহিত করি। অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য শান্তিপূর্ণ উপায় খুঁজে বের করা গুরুত্বপূর্ণ, যা গণতন্ত্র, মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার জন্য সহায়ক হবে।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে সহিংসতার প্রেক্ষিতে দলটির প্রায় ৮ হাজার নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা নভেম্বর ৫, ২০২৩
টিআর/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।