ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অগ্নিসংযোগকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৩
অগ্নিসংযোগকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: পুলিশ

ঢাকা: অবরোধ-হরতালে পরিবহন বা স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগকারীদের উপযুক্ত প্রমাণসহ ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ সদর দপ্তর।

মঙ্গলবার (৭ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পর এই ঘোষণা দিল পুলিশ সদর দপ্তর।

বার্তায় বলা হয়, অবরোধ-হরতালে পরিবহন বা স্থাপনা ভাঙচুর, অগ্নিসংযোগকারীদের উপযুক্ত প্রমাণসহ ধরিয়ে দিলে অথবা সুনির্দিষ্ট তথ্য দিলে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে।

এর আগে সোমবার (৬ নভেম্বর) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ঘোষণা দেন, বিভিন্ন স্থানে যারা গাড়িতে আগুন দিচ্ছেন, পেট্রোল বোমা মারছেন, সহিংসতা নাশকতা করছেন তাদের অনেককে আমরা হাতেনাতে গ্রেপ্তার করেছি। অনেককে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা পুলিশের হাতে ধরিয়ে দিয়েছেন। নাশকতাকারীদের ধরিয়ে দিলে নগদ ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২৩
পিএম/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।