ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে ২ ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৩
মেহেরপুরে ২ ব্যবসায়ীকে জরিমানা

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলা শহরের মহিলা কলেজ মোড় ও কাঁচাবাজার এলাকায় বাজার তদারকি অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

সোমবার (৭ অক্টোবর) দুপুরের দিকে এ অভিযান চালানো হয়।

অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ এ অভিযানের নেতৃত্ব দেন


এ তথ্য নিশ্চিত করে সজল আহমেদ জানান, আলু, পেঁয়াজসহ অন্যান্য পণ্যের মূল্যতালিকা ও বেচাকেনার ভাউচার সংরক্ষণ না করা ও খুচরা ব্যবসায়ীদের ভাউচার না দেওয়ার অভিযোগে আড়ত ব্যবসায়ী মেসার্স সততা ভাণ্ডারের মালিক মো. শাহাদুল ইসলামকে ২০ হাজার এবং মেয়াদোত্তীর্ণ ও মেয়াদবিহীন চকলেট, শিশুখাদ্য, কোমলপানীয়সহ অন্যান্য পণ্য ফ্রিজে ও র‍্যাকে সংরক্ষণ করে বিক্রির অপরাধে গাংনী বাজারে মেসার্স স্টুডেন্ট কর্নারের মালিক শফিউল ইসলামকে ১৫ হাজারসহ মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, গাংনী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মশিউর রহমান ও মেহেরপুর পুলিশ লাইনের একটি দল।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।