ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

জাতীয়

হারানো ৩২ মোবাইল মালিকদের কাছে ফিরিয়ে দিল পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫১, নভেম্বর ৭, ২০২৩
হারানো ৩২ মোবাইল মালিকদের কাছে ফিরিয়ে দিল পুলিশ

রাঙামাটি: রাঙামাটিতে চুরি ও হারিয়ে যাওয়া ৩২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ।

সোমবার (৭ নভেম্বর) পুলিশ সুপার কার্যালয়ে উদ্ধার করা এসব মোবাইল মালিকদের কাছে হস্তান্তর করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মারুফ আহমেদ।

এসময় তিনি বলেন, তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে প্রায় ৩২টি চুরি হওয়া কিংবা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। পুলিশের কাজ আইনশৃঙ্খলা রক্ষা করা। সেই লক্ষ্যে আমরা কাজ করছি।

এর আগে ২৩২টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে সেগুলো প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করে জেলা পুলিশ। মোবাইল ফেরত পেয়ে আনন্দিত ও পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।