ঢাকা, রবিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

জাতীয়

মিরপুরের সড়কে প্রাণ গেল নারীর

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২১, নভেম্বর ৮, ২০২৩
মিরপুরের সড়কে প্রাণ গেল নারীর

ঢাকা: রাজধানীর মিরপুর-কল্যাণপুর শ্যামলী বাস কাউন্টারের সামনের রাস্তায় ‘বাহন’ নামে একটি বাসের ধাক্কায় মাকসুদা বেগম (৬৫) নামে এক নারী মারা গেছেন। ঘটনার পরপরই পুলিশ চালককে আটকের পাশাপাশি বাহন পরিবহনের ঢাকা মেট্রো ব- ১৩-০৫২৯ নম্বরের বাসটি জব্দ করে।

মঙ্গলবার (৭ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। রাতে এ তথ্য নিশ্চিত করেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।  

তিনি জানান, বাহন নামে যাত্রীবাহী বাসটি টেকনিক্যাল মোড় থেকে কল্যাণপুরের দিকে যাওয়ার সময় কল্যাণপুর শ্যামলী বাস কাউন্টারের সামনের সড়কে পথচারী মাকসুদা বেগমকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। ওই সময় মাকসুদা রাস্তা পার হচ্ছিলেন। ঘটনার পরপরই বাসটি জব্দসহ চালককে আটক করা হয়েছে।

নিহত মাকসুদা বেগম কল্যাণপুর এলাকার বাসিন্দা তার স্বামীর নাম মৃত আলাউদ্দিন মিয়া।  মাকসুদা বেগমের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এজেডএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।