ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বিএনপি-জামায়াতের নাশকতার প্রতিবাদে রূপগঞ্জে আ.লীগের শান্তি সমাবেশ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৩
বিএনপি-জামায়াতের নাশকতার প্রতিবাদে রূপগঞ্জে আ.লীগের শান্তি সমাবেশ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): বিএনপি-জামায়াতের অবরোধের নামে যানবাহনে হামলা, অগ্নিসংযোগসহ সারা দেশে নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শান্তি সমাবেশ ও মিছিল করেছেন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে উপজেলার এশিয়ান হাইওয়ের দাউদপুরের লালমাটি এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।

দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীরের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নৌকা প্রতীকের মনোনয়নপ্রত্যাশী শাহজাহান ভূঁইয়া।

সেখানে বক্তব্য রাখেন কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, যুবলীগ নেতা মোশারফ হোসেন ভূঁইয়া, নাদিম ভূঁইয়া, রিটন প্রধান, ছাত্রলীগ নেতা আশিকুল ইসলাম খোকন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, দেশে বিশৃঙ্খলা, অগ্নিসন্ত্রাস করে নাশকতার জন্য বিএনপি-জামায়াত যে অবরোধ ডেকেছে তা প্রতিহত করতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সর্বদা মাঠে ছিল, আছে এবং থাকবে। কেউ অরাজকতা করার চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।