ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৩
ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

দিনাজপুর: দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাক-পিকআপভ্যান সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

শুক্রবার (১০ নভেম্বর) ভোর ৪টার দিকে ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পিকআপভ্যানের চালক ঠাকুরগাঁওয়ের বাসিন্দা নায়েব আলী (৪৫) ও তার সহকারী। তবে তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের চাকা পাংচার হয়ে গেলে একটি ধান বোঝাই ট্রাক পিছন থেকে সেটিকে ধাক্কা দেয়। এ সময় ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা মুরগী বোঝাই একটি পিকআপভ্যান ওই ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাতে থাকা চালক ও তার সহযোগীর মৃত্যু হয়।

সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।