ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

খুলনায় জুট মিলের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৪, নভেম্বর ১০, ২০২৩
খুলনায় জুট মিলের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

খুলনা: আড়াই ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রাজাপুর পপুলার জুট মিলের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শুক্রবার (১০ নভেম্বর) খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার এ তথ্য জানান।

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে আমাদের আট ইউনিট কাজ করেছে। এখন ডাম্পিং ডাউনের কাজ চলছে।

খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের উপ-পরিচালক মামুন মাহমুদ বলেন, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। আগুন লাগার কারণ এবং ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে জানানো সম্ভব হবে।

এরআগে, বিকেল ৫টার দিকে রূপসার রাজাপুর পপুলার জুট মিলের গোডাউনে এ অগ্নিকাণ্ড ঘটে।

আরও পড়ুন: খুলনায় পাটের গুদামে ভয়াবহ আগুন

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৩
এমআরএম/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।