ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় প্রধানমন্ত্রীর জনসভা শুরু

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
খুলনায় প্রধানমন্ত্রীর জনসভা শুরু

খুলনা: খুলনায় প্রধানমন্ত্রীর বিভাগীয় মহাসমাবেশ শুরু হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের উদ্বোধন করা হয়।

জনসভায় বক্তব্য রাখছেন স্থানীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতারা।

দীর্ঘ প্রায় সাড়ে ৫ বছর পর খুলনায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন বিকেলে তিনি খুলনা সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন।

সেখানে সভাপতিত্ব করবেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আবদুল খালেক। বিশেষ অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা জনসভায় বক্তব্য দেবেন।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
এমইউএম/এমআরএম/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।