ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

নিখোঁজের দুদিন পর সিঁড়িতে মিলল বাইজিদের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫০, নভেম্বর ১৩, ২০২৩
নিখোঁজের দুদিন পর সিঁড়িতে মিলল বাইজিদের মরদেহ নিহত শিশু বাইজিদ হোসেন

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় নিখোঁজের দু-দিন পর বাড়ির সিঁড়িতে পাওয়া গেল শিশুর মরদেহ।  

সোমবার (১৩ নভেম্বর) ভোরে তাদের নিজ বাসার সিঁড়ি থেকে পুলিশ মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত শিশুর নাম বাইজিদ হোসেন। সে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকার খালেদ মাহমুদ রাসেলের ছেলে। তার বয়স হয়েছিল ৬ বছর।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) জামিউল হাসান সুমন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত শনিবার (১১ নভেম্বর) বিকেলে বাসা থেকে নিখোঁজ হয় বাইজিদ। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় নিহতের বাবা কোনাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করে। এক পর্যায়ে সোমবার ভোরে তাদের বাড়ির সিঁড়িতে বাইজিদের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ তাদের বাসার সিঁড়িতে ফেলে যায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
আরএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।