ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

জাতীয়

শপথ নিলেন নব-নির্বাচিত সংসদ সদস্য আফজাল হোসেন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৪, নভেম্বর ১৩, ২০২৩
শপথ নিলেন নব-নির্বাচিত সংসদ সদস্য আফজাল হোসেন

ঢাকা: একাদশ জাতীয় সংসদের পটুয়াখালী-১ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মো. আফজাল হোসেন শপথ নিয়েছেন।  

সোমবার (১৩ নভেম্বর) সংসদ ভবনের শপথ কক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান।

সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম ও মো. মহিব্বুর রহমান উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে নব-নির্বাচিত সংসদ সদস্য আফজাল হোসেন রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
এসকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।