ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ট্রাক কেড়ে নিল কিশোরের প্রাণ, বন্ধু হাসপাতালে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৩
ট্রাক কেড়ে নিল কিশোরের প্রাণ, বন্ধু হাসপাতালে

মেহেরপুর: মেহেরপুরে মোটরসাইকেলে করে গরুর মাংস কিনতে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছে আবু সায়েম (১৪) নামে এক স্কুলছাত্র। এসময় আহত হয়েছে তার বন্ধু বকুল হোসেন।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ১১টার দিকে গাংনী উপজেলার আকুবপুর নামক স্থানে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু সায়েম একই গ্রামের মধ্যপাড়ার আবুল হাসেমের ছেলে। সে হাজি ভরষ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। তার বন্ধু আহত বকুল হোসেন একই এলাকার আনার আলীর ছেলে।

এ ঘটনায় ট্রাকসহ এর চালক ও তার সহকারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনগণ।

স্থানীয়দের বরাত দিয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, সায়েম ও তার বন্ধু বকুল সকালে মোটরসাইকেলে করে আকুবপুর থেকে খলিশাকুন্ডিতে মাংস কিনতে যাচ্ছিল। এসময় ট্রাকের ধাক্কায় সায়েম ও বকুল গুরুতর আহত হয়। এ অবস্থায় তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক সায়েমকে মৃত ঘোষণা করেন।  

ওসি তাজুল বলেন, ট্রাকসহ চালক ও হেলপারকে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৩
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।