ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সংসদ সদস্যকে হাঁস-মুরগি উপহার দিলেন নারীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৩
সংসদ সদস্যকে হাঁস-মুরগি উপহার দিলেন নারীরা

ফেনী: ফেনী পৌর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত মহিলা সমাবেশে আসা প্রত্যেক নারীকে বিছানার চাদর উপহার দিয়েছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। বিপরীতে নারী নেত্রীরা এমপিকে রাজহাঁস-দেশি মুরগি, নারীদের হাতে তৈরি বাহারি রকমের পিঠা, সিরামিক সামগ্রী, মাটির তৈরি বাসনপত্র, নকশি কাঁথা, ঝাড়বাতি, ওয়ালমেটসহ নানা সামগ্রী উপহার দিয়েছেন।

নারীদের এসব উপহার পেয়ে আপ্লুত হন নিজাম হাজারী।

সোমবার (১৩ নভেম্বর) বিকেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১৫ হাজার নারীর বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।

ফেনী পৌর মহিলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশের সভাপতিত্ব করেন ফেনী পৌর আওয়ামী লীগের সভাপতি আইনুল করিম শামীম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জাহান আরা বেগম সুরমা, সাধারণ সম্পাদক লায়লা জেসমিন বড়মনি ও ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।

ফেনী জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খাদিজা খানম রুনার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ফেনী পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রাহেলা আক্তার ছবি ও ১৩ ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছম আনজু মান।

সমাবেশে পৌরসভার ১৮টি ওয়ার্ডের প্রায় ১৫ হাজার নারী নেত্রী ও কর্মী উপস্থিত ছিলেন। এ সমাবেশকে ঘিরে নারী নেত্রী ও কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়।

সমাবেশে ফেনী পৌরসভার বিগত সময়ে আওয়ামী লীগের উন্নয়ন অগ্রযাত্রার একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৩
এসএইচডি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।