ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিংড়ায় নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৩
সিংড়ায় নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু

নাটোর: নাটোরের সিংড়ায় নদীতে ডুবে মো. আব্দুল মতিন (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শেরকোল ইউনিয়নের আগপাড়া নদীর পশ্চিমপাড় থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।

 

আব্দুল মতিন শেরকোল ইউনিয়নের আগপাড়ার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন আগে সড়ক দুর্ঘটনায় আহত হন আব্দুল মতিন। এরপর থেকে তিনি অসুস্থ ছিলেন। সোমবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিলে পরিবারের লোকজন তাকে নদীর পাশে টয়লেটে রেখে আসে। এসময় পা পিছলে পড়ে গিয়ে নদীতে ডুবে যান। আশেপাশে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে আজ সকালে ফায়ার সার্ভিসের ডুবুরিদল দীর্ঘসময় অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।