ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বেলুন ফোলানো দেখতে যাওয়াই কাল হলো ৬ শিশুসহ ১১ জনের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৩
বেলুন ফোলানো দেখতে যাওয়াই কাল হলো ৬ শিশুসহ ১১ জনের

ময়মনসিংহ: ময়মনসিংহ নগরে হিলিয়াম গ্যাস দিয়ে একের পর এক বেলুন ফুলাচ্ছিলেন এক দোকানি। আর সেই বেলুন ফোলানো দেখতে আশপাশে দাঁড়িয়ে ছিল কয়েকটি শিশু।

এটাই কাল হয়েছে তাদের। হঠাৎ হিলিয়াম গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে ছয়টি শিশুসহ সেখানে থাকা ১১ জন দগ্ধ হয়েছেন।  

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর দেড়টার দিকে নগরের ৩২ নম্বর ওয়ার্ডের কালিবাড়ি দক্ষিণপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।  

দগ্ধদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বলেন, বিস্ফোরণের ঘটনায় হাসপাতালে ১১ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ছয়টি শিশু, দুজন নারী ও তিনজন পুরুষ আছেন।  

তারা হলেন মীম (৫), রাহিম (৫), সোলেমান (৫), ইয়াসিন (৫), মানিক (৯), তানজীনা (৪), তারিকুল ইসলাম (৩০), সোহেল (৪৫), ইসমাইল (৩৩), কহিনুর ( ৪০) ও সালমা (৩৪)।

স্থানীয় ইদ্রিস আলী বলেন, এক লোক প্রায় দিনই বেলুনে গ্যাস ভর্তি করেন। তা দেখতে অনেক সময় শিশুরা সেখানে দাঁড়িয়ে থাকে। আজও শিশুরা দাঁড়িয়ে ছিল। সে সময় দুর্ঘটনা ঘটে।

সুব্রত পাল নামে স্থানীয় আরেকজন বলেন, বিস্ফোরণে দুটি ঘর বিধ্বস্ত হয়েছে।  

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ কামাল আকন্দ বলেন, ঘটনাটি তদন্তে পুলিশ কাজ করছে।  

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাস উদ্দিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার তৎপরতা চালান।  

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. জাকিউল ইসলাম বলেন, সার্জারি বিভাগের আওতায় দগ্ধদের চিকিৎসা চলছে।  

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।