ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

জাতীয়

ছাত্র নেতাকে মারধরের অভিযোগ শ্রমিক নেতার বিরুদ্ধে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১১, নভেম্বর ১৫, ২০২৩
ছাত্র নেতাকে মারধরের অভিযোগ শ্রমিক নেতার বিরুদ্ধে

বরিশাল: বাসার সামনে থেকে থ্রি-হুইলার সরাতে বলায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে শ্রমিক নেতা আরিফুল ইসলাম সুমন মোল্লার বিরুদ্ধে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে বরিশাল নগরীর ২৫ নম্বর ওয়ার্ড রূপাতলী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পিয়াল শেখ বর্তমানে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি বরিশাল নগরের ২৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের কমিটির কার্যকরী সদস্য।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানিয়েছেন, রূপাতলীতে একজনকে কুপিয়েছে বলে জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনও কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আহত পিয়াল শেখ জানিয়েছেন, মেয়র আব্দুল খায়ের আব্দুল্লাহর অভিষেক অনুষ্ঠান থেকে বাসায় ফিরলাম। আমাদের বাসার সামনেই কয়েকটি থ্রি-হুইলার এমনভাবে রাখা ছিল যে গেটে ঢুকতে পারছিলাম না। মাহিন্দ্রা চালকদের গাড়িগুলো সরিয়ে রাখতে বলায় তারা তা শুনছিল না। এর কিছুক্ষণ পরে অটো রিকশা, সিএনজি মাহিন্দ্রা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সুমন মোল্লা আমাকে পেছন থেকে ডাক দেয় এবং কথাকাটাকাটি শুরু করে। যার কিছুক্ষণ পরেই তারা কয়েকজনে মিলে আমাকে মারধর শুরু করে। এক পর্যায়ে তারা আমাকে কুপিয়ে জখম করেন। দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে আমাকে হাসপাতালে এনে ভর্তি করান।

অটো রিকশা, মিশুক, মাহিন্দ্রা, সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সুমন মোল্লা সাংবাদিকদের জানিয়েছেন, মেয়রের অভিষেক অনুষ্ঠানে বসে খবর পাই পিয়ালের নেতৃত্বে অনেকগুলো মাহিন্দ্রার চাকা পাংচার করে দেওয়া হয়েছে। আমি খবর পেয়ে এসে কারণ জানতে গেলে উল্টো আমাকে মারধর করে।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, ১৫ নভেম্বর, ২০২৩
এমএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।