ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

তফসিল ঘোষণার পর বিশৃঙ্খলা করলেই কঠোর ব্যবস্থা: ডিবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৩:৪৯ পিএম, নভেম্বর ১৫, ২০২৩
তফসিল ঘোষণার পর বিশৃঙ্খলা করলেই কঠোর ব্যবস্থা: ডিবি ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর কেউ জনমনে আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে নির্বাচন কমিশনের দিক-নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

বুধবার (১৫ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ডিবিপ্রধান বলেন, নির্বাচনী তফসিল ঘোষণার পর কেউ যদি সহিংসতা করে অথবা উসকানি দিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনগণের নিরাপত্তা দিতে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের নজরদারি থাকবে। পাশাপাশি অলিগলিতে মোটরসাইকেল পেট্রল টিম কাজ করবে।

নির্বাচন কমিশনের নির্দেশনা মতো পুলিশ কাজ করবে উল্লেখ করে তিনি বলেন, বিদেশে বসে কারা উসকানি দিচ্ছে সে বিষয়ে পুলিশ জানে। কেউ যাতে নাশকতা না করতে পারে সব ধরনের প্রস্তুতি নিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৩
পিএম/এএটি

বাংলাদেশ সময়: ৩:৪৯ পিএম, নভেম্বর ১৫, ২০২৩ / এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।