ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সারা দেশে র‌্যাবের ৪৬০ টহল টিম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৩
সারা দেশে র‌্যাবের ৪৬০ টহল টিম

ঢাকা: আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‌্যাবের ১৬০টি টহল দলসহ সারা দেশে ৪৬০টি টহল দল মোতায়েন রয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে ১৬০টি টহল দলসহ সারা দেশে র‌্যাবের ৪৬০টি টহল দল মোতায়েন রয়েছে।

এছাড়া এদিন সকালে সিলেট থেকে মোট ৪৭টি তেলবাহী লরির কনভয়কে এসকর্ট দিয়ে রংপুর ও দিনাজপুরের পৌঁছে দিচ্ছে র‌্যাব।

এরমধ্যে ১০টি লরির গন্তব্যস্থল রংপুর সদর পেট্রোলিয়াম ডিপো এবং বাকি ৩৭টির গন্তব্যস্থল পার্বতীপুর পেট্রোলিয়াম ডিপো।

র‌্যাব-১৩, পুলিশ, বিজিবি এবং জেলা প্রশাসনের সমন্বয়ে যৌথ টহল দল লরিগুলোকে এসকর্ট দিয়ে গন্তব্যস্থলে নিরাপদে পৌঁছে দিতে কাজ করছে।

বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৩
পিএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।