ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৩
বরিশালে দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

বরিশাল: গভীর সমুদ্রে নিম্নচাপের কারণে বরিশালে বৃহস্পতিবার দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। এতে নগরীর জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর)  স্কুলকলেজ শিক্ষার্থীসহ কর্মজীবীরা গন্তব্যে যেতে ভোগান্তিতে পড়েছেন। গুরুত্বপূর্ণ কাজ ছাড়া কেউ ঘরের বাইরে বের হননি।

এদিকে দুপুর তিনটার আগের ২৪ ঘণ্টায় .৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বরিশাল আবহাওয়া অফিস।

নিম্নচাপের কারণে বরিশাল নদী বন্দরে ১ নম্বর ও সমুদ্র বন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

বরিশাল আবহাওয়ার অফিসের উচ্চ পর্যবেক্ষক আবদুল কুদ্দুস জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টায় বরিশালে ভারি বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিমে যে লঘুচাপটি সৃষ্টি হয়েছিল, সেটি গতকাল নিম্নচাপে পরিণত হয়েছে। বৃহস্পতিবার গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি খুব অল্প সময়ের মধ্যে আজ রাত ১২টা থেকে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে। এর নামকরণ করা হয়েছে ‘মিধিলি’।
বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের ১১টি জেলায় ঘূর্ণিঝড়টির আঘাত হানার শঙ্কা রয়েছে। জেলাগুলো হলো, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা, বরগুনা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী ও চট্টগ্রাম।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৩
এমএস/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।