ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঘূর্ণিঝড় মিধিলি: ৫১টি স্থানে ভেঙে পড়া গাছ অপসারণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৩
ঘূর্ণিঝড় মিধিলি: ৫১টি স্থানে ভেঙে পড়া গাছ অপসারণ

ঢাকা: ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে রাজধানীসহ সারাদেশে দুর্যোগপ্রবণ ৫১টি স্থানে রাস্তার ওপর ভেঙে পড়া গাছ অপসারণ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মীরা।  

শুক্রবার (১৭ নভেম্বর) সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত দুর্যোগপ্রবণ এসব স্থানে রাস্তার ওপর পড়ে থাকা গাছ অপসারণ করা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।  

তিনি জানান, সারা দেশের ৫১ স্থানের মধ্যে ঢাকা বিভাগের বিভিন্ন স্থানে চারটি, চট্টগ্রাম বিভাগে ২৬টি ও বরিশাল বিভাগের ২১টি স্থানে গাছ পড়ার ঘটনা ঘটে। স্থানীয় ফায়ার স্টেশনের কর্মীরা এ সমস্ত গাছ অপসারণ করে রাস্তা যান চলাচলের উপযোগী করে তোলেন।  

তবে এখন পর্যন্ত হতাহতের কোনো সংবাদ পায়নি বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ২২৫৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৩
এসজেএ/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।