ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৩
নওগাঁয় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত  ফাইল ফটো

নওগাঁ: নওগাঁর মহাদেবপুরে ট্রাকের ধাক্কায় সামসুদ্দীন ওরফে ডিউ (৫৪) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ নভেম্বর) রাতে নওগাঁ-রাজশাহী মহাসড়কের নওহাটামোড় এলাকার খোর্দ্দনারায়ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সামসুদ্দিন ডিউ জেলার মান্দা উপজেলার প্রসাদপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে সামসুদ্দীন তার পরিবারের সদস্যদের নিয়ে নওহাটা মোড়ে কাজে আসেন। কাজ শেষ করে পরিবারের অন্য সদস্যদের গাড়িতে তুলে দিয়ে নিজে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে একটি ট্রাক তাকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি রাস্তার  পাশে দাঁড়িয়ে থাকা একটি ধান বোঝাই ট্রাক্টরের সঙ্গে ধাক্কা খেয়ে সড়কে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হন সামসুদ্দীন।  

নওহাটা পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে চলে গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংরাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।