ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাজার হাসপাতালে ইসরায়েলি হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৩
গাজার হাসপাতালে ইসরায়েলি হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা

ঢাকা: ইসরায়েলি দখলদার বাহিনী দ্বারা অবরুদ্ধ গাজা উপত্যকায় আল-শিফা মেডিকেল হাসপাতাল এবং জর্ডানিয়ান ফিল্ড হাসপাতালের মতো বেসামরিক স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

শনিবার (১৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, গাজা উপত্যকায় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে  ইসরায়েল বাহিনী হামলা চালিয়েছে। এতে নিরীহ শিশু ও নারীদের ক্রমবর্ধমান মৃত্যু ও হতাহতের ঘটনা ঘটেছে। সেখানে ইচ্ছাকৃতভাবে হাসপাতাল এবং চিকিৎসা কর্মীদের টার্গেট করে হামলা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।

জর্ডান ফিল্ড  হাসপাতালে হামলার ফলে চিকিৎসা কর্মীদের আহত হওয়ার ঘটনার মাধ্যমে আন্তর্জাতিক মানবিক আইন ও চুক্তির প্রতি অবজ্ঞা করেছে ইসরায়েল। বাংলাদেশ এই ধরনের অমানবিক কর্মকাণ্ড প্রত্যাখ্যান করে। ফিলিস্তিনে এই  বর্বরোচিত রক্তপাত বন্ধে সম্মিলিত প্রচেষ্টায় যুক্ত হওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি জোরালোভাবে আহ্বান জানায় বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৩
টিআর/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।